• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭০ বছরের বকেয়া কাজ ৭০ দিনে করা হয়েছে


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৫, ২০১৯, ০৫:০৫ পিএম
৭০ বছরের বকেয়া কাজ ৭০ দিনে করা হয়েছে

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমার সরকার সিদ্ধান্ত নিতে দেরি করে না। আমরা সমস্যা ফেলে রাখি না। গত ৭০ বছর ধরে যে কাজ বকেয়া পড়ে রয়েছে, তা সরকারের ৭০ দিনের মধ্যে করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) লাল কেল্লায় ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেন তিনি। এসময় তিনি এক দেশ ও এক সংবিধান বাস্তব হওয়ায় গর্ব প্রকাশ করেন।

৩৭০ অনুচ্ছেদ রদের মাধ্যেমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের বিষয়ে মোদি বলেন, যারা এ অনুচ্ছেদের পক্ষে কথা বলেন তাদের জিজ্ঞেস করছি এটি যদি এতই গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণের ক্ষমতা রাখত- তাহলে ৭০ বছরেও কেন আপনারা এটিকে স্থায়ীত্ব দেননি। আপনারাও জানেন যা ঘটেছিল তা ঠিক হয়নি কিন্তু সেটি সংশোধনের মতো সাহস বা ইচ্ছা আপনাদের ছিল না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!