• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একুয়েডরের গোল নিয়ে নিশ্চিত নন ব্রাজিল কোচ


স্পোর্টস ডেস্ক জুন ৬, ২০১৬, ০৯:৪২ এএম
একুয়েডরের গোল নিয়ে নিশ্চিত নন ব্রাজিল কোচ

ব্রাজিলের জালে একবার বল পাঠালেও তা থেকে গোল পায়নি একুয়েডর। গোলরক্ষক আলিসনের হাত ফসকে বল জালে ঢুকলেও মিলার বোলানোস ক্রস করার আগেই বল মাঠের বাইরে গিয়েছিল বলে রেফারি গোল দেননি। আসলে কী হয়েছিল তা নিয়ে অবশ্য নিশ্চিত নন ব্রাজিল কোচ দুঙ্গা।

ক্যালিফোর্নিয়ার প্যাস্যাডিনার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে।
ঘটনাটি ঘটে ম্যাচের ৬৬তম মিনিটে। বোলানোসের নিচু একটি ক্রসে বল ঠিকমতো ধরতে না পেরে জালেই ঢুকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। ডাগআউটে একুয়েডরের কোচ-কর্মকর্তারা লাফিয়ে উঠলেও উদযাপনটা দ্রুতই থেমে যায়। কারণ, রেফারি সেটিকে গোল না দিয়ে ব্রাজিলকে গোল-কিক নেওয়ার নির্দেশ দেন। তবে রিপ্লেতেও বিষয়টি পরিষ্কার করে বোঝা যায়নি।

ম্যাচ শেষে দুঙ্গা বলেন, আমি বলতে পারছি না এটা বাইরে গিয়েছিল নাকি যায়নি, আমি অনেক দূরে ছিলাম। আমি টেলিভিশনে দেখিনি এবং আমার অবস্থান থেকে এটা বোঝা কঠিন। কাছে থাকা খেলোয়াড়রা বলেছে, বল বাইরে গিয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!