• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এরশাদকে সিদ্ধান্ত বাতিল করতে বললেন রওশন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৬, ১০:৫৭ পিএম
এরশাদকে সিদ্ধান্ত বাতিল করতে বললেন রওশন

সোনালীনিউজ ডেস্ক
দলগত আলোচনা ছাড়া হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির ব্যাপারে যে দু’টি সিদ্ধান্ত নিয়েছেন তা পার্লামেন্টারি কমিটি ও প্রেসিডিয়ামের কাছে অগণতান্ত্রিক। এই দাবি করে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলের নেতা ও জাপার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।

আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

এ তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।

রওশন এরশাদ বলেন, দলগত আলোচনা ছাড়া প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ও ভবিষ্যত চেয়ারম্যান ঘোষণা করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। কোনো রকম আলোচনা ছাড়া পার্টির মহাসচিব পরিবর্তন করেছেন, যা অগণতান্ত্রিক।

এ দুই সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রতাহার করে দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে যৌথসভা ডেকে আলোচনার মাধ্যম সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান রওশন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রংপুরে ছোট ভাই জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান, ১৯ জানুয়ারি সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দলের নতুন মহাসচিব ঘোষণা করেন এরশাদ।

 

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!