• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষতি পোষাতে প্রণোদনা চান প্রকাশকরা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০১৬, ০৯:৫১ পিএম
ক্ষতি পোষাতে প্রণোদনা চান প্রকাশকরা

সোনালীনিউজ ডেস্ক

বৃষ্টির ক্ষতি পোষাতে মাসের বাকি দিনগুলোতে অমর একুশে বইমেলা বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন প্রকাশকরা। আগামীতে বইমেলা আয়োজনের ভারও প্রকাশকদের কাছে দেয়ার প্রস্তাব করেছেন তারা।
 
শুক্রবার বিকেল সোয়া চারটায় মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের মোড়ক উন্মোচন মঞ্চে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি। তিনি বলেন, ‘মেলা প্রাঙ্গণ সমতল রাখার কথা বলা হলেও বাংলা একাডেমি সেটা করেনি। এছাড়া অবকাঠামোগত অনেক অব্যবস্থাপনাও থেকে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত প্রকাশকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি। এখন থেকে মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা রাখার দাবি করছি।’
 
 সংবাদ সম্মেলনে ওসমান গণি আগামী বছর থেকে বইমেলা আয়োজনের দায়িত্ব প্রকাশকদের হাতে তুলে দেয়ার দাবি জানান। আগামী প্রকাশনীর এই প্রকাশক বলেন, ‘বইমেলাকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে প্রকাশকরাই ভূমিকা রেখেছেন। বইমেলা প্রকাশকদের, প্রকাশকরা বর্তমানে বইমেলা আয়োজনের সক্ষমতা অর্জন করেছে। আগামী বছর থেকে বইমেলার আয়োজন এবং পরিচালনার ভার প্রকাশকদের হাতে ছেড়ে দেয়া হোক।’

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!