• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকের ‘f’এর সঙ্গে কিছুর মিল পাচ্ছেন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০১৬, ০৬:০১ পিএম
ফেসবুকের ‘f’এর সঙ্গে কিছুর মিল পাচ্ছেন

সোনালীনিউজ ডেস্ক

আমরা যে এত ফেসবুক… ফেসবুক করি, কখনও ভেবে দেখেছি বা জানার চেষ্টা করেছি ফেসবুকের ‘f’ এর সঙ্গে কি কোনো কিছুর সামঞ্জস্য রয়েছে কি না? অনেকেই বলবেন এর প্রয়োজনই বা কী আছে? কিন্তু কারও না কারও কৌতুহল এই সামঞ্জস্য খুঁজে বের করেছে। ১২ বছর হয়ে গেল ফেসবুক এসেছে। এর মধ্যে অনেক পরিবর্তনও হয়েছে। কখনো লোগোয়, কখনো বা লুকে। ম্যাট নাভারা এক ওয়েবসাইটের ডিরেক্টর ফেসবুকের একটি লোগো তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে এর অর্থ বোঝানোর চেষ্টা করেছেন। তিনি সেখানে যে ছবিটি পোস্ট করেন সেই ছবিতেই ‘f’ এর অর্থ বোঝানোর চেষ্টা করেছেন? ম্যাট জানান, কোনো ব্যক্তি দাঁড়িয়ে ফেসবুক করলে তাঁকে দেখতে অনেকটা ইংরেজি ছোট হরফের ‘f’-এর মতো দেখতে লাগে। যদিও ফেসবুক থেকে ম্যাটের বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি। সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!