• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ইয়েমেনের গোলার আঘাতে শিশুসহ নিহত ৩


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৬, ০৫:৩০ পিএম
সৌদি আরবে ইয়েমেনের গোলার আঘাতে শিশুসহ নিহত ৩

সোনালীনিউজ ডেস্ক
সৌদি আরবের সীমান্তবর্তী একটি এলাকায় ইয়েমেন থেকে নিক্ষিপ্ত গোলায় এক শিশুসহ তিন বেসামরিক লোক নিহত হয়েছে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়েমেন থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি গোলা জাজান অঞ্চলে পড়েছে।
সংস্থার মুখপাত্র মেজর ইয়াহিয়া আব্দুল্লাহ আল-কাহতানি বলেন, এই ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত ও অপর ৯ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বছরের শেষ দিক থেকে ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবে রকেট হামলা চালিয়ে আসছে। এছাড়াও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। এও জানা গেছে, মার্চ মাস থেকে ওই অঞ্চলটিতে গোলার আঘাতে প্রায় ৯০ বেসামরিক লোক ও সৈন্য নিহত হয়েছে। ওই মাস থেকেই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে আকাশ ও স্থল অভিযান শুরু করে।
এ প্রসঙ্গে জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে মার্চ মাস থেকে এখন পর্যন্ত এই সংঘর্ষে ৫ হাজার ৮০০ লোক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেকই বেসামরিক লোক।

Wordbridge School
Link copied!