• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনলাইন সাংবাদিকদের বেতন-ভাতাও ওয়েজবোর্ডে


মিডিয়া ডেস্ক জুন ২০, ২০১৭, ০১:৩৪ পিএম
অনলাইন সাংবাদিকদের বেতন-ভাতাও ওয়েজবোর্ডে

ঢাকা : অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারিদের বেতন-ভাতা ওয়েজবোর্ড অনুসারে পরিশোধিত হবে। আর তা দিতে হবে ব্যাংক হিসাবে।

গতকাল সোমবার (১৯ জুন) মন্ত্রিসভায় অনুমোদিত ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা’ অনুযায়ী গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মরত সাংবাদিকদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকতে হবে।

‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭’ এর খসড়ায় বলা হয়, অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সংবাদপত্রের বিদ্যমান ওয়েজবোর্ডের নিয়ম-কানুন অনুসরণ করতে হবে।

এদিকে বিদ্যমান ওয়েজবোর্ড অনুযায়ী সংবাদপত্রে সব কর্মীর আয়কর প্রতিষ্ঠানকে দেয়ার বিধান রয়েছে।

ওয়েজবোর্ড অনুসরণ করা সংবাদপত্র যেভাবে সুবিধা পেয়ে থাকে, অনলাইন গণমাধ্যম নিবন্ধন পাওয়ার পর সরকারের সুযোগ সুবিধা পাবে। তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সংবাদপত্র সরকারের বিভিন্ন বিভাগ দফতর, অধিদফতর, পরিদফতর ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে পেয়ে থাকে। বর্তমানে ই-টেন্ডার ব্যবস্থা চালু হয়েছে সরকারিভাবে। যা অনলাইন গণমাধ্যমে বিজ্ঞাপন হিসেবে দেয়া হবে অধিক প্রচারের জন্য।

‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুমোদন হলেও আইন নেই। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত জাতীয় সম্প্রচার আইনে অন্তর্ভূক্ত থাকবে।

উল্লেখ্য, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

দেশের সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধিত হতে হবে এবং সম্প্রচার মাধ্যমের (বেতার, টেলিভিশন) মতো অনলাইন গণমাধ্যমও দেখভাল করবে সম্প্রচার কমিশন। তবে কমিশন না হওয়া পর্যন্ত সরকারের বিভিন্ন আইন দ্বারা এসব গণমাধ্যম দেখভাল করা হবে। এসব বিধি সংযুক্ত করে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!