• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে পাকিস্তানে যেতে রাজি শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০১৭, ০২:৫৮ পিএম
অবশেষে পাকিস্তানে যেতে রাজি  শ্রীলঙ্কা

ঢাকা: দিন দুই আগে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে চুক্তিবদ্ধ ৪০ জন ক্রিকেটার বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার ইচ্ছা নেই তাদের। তবে এইরমধ্যে মত পাল্টে লাহরে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন ২০ জন।

কিছুদিন আগে লাহোরে গিয়ে বিশ্ব একাদশের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তাই অন্য খেলোয়াড়দের মতো চিঠিতে সই করেননি তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ ৪০ ক্রিকেটারের মধ্যে ২০ জন পাকিস্তানে খেলার ব্যাপারে রাজি হয়েছেন। পাকিস্তানে যেতে আপত্তি নেই ক্রিকেটারদের। সোমবার লাহরে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান বোর্ড।

বর্তমানে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর শুরু হবে একটি টি-টোয়েন্টি সিরিজ। তারই একটি একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২৯ অক্টোবর পাকিস্তান যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়। সেই হামলায় বেশ কয়েকজন নিহত হয়। তারপর থেকেই দেশান্তরী হয়ে পড়ে পাকিস্তানের ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে তারা খেলে আসছে। ঘরের মাঠে ক্রিকেটকে ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জোর প্রচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ব একাদশকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। কোনো অঘটন ছাড়াই হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!