• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসুস্থ গরুর মাংস খেয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৭


কুষ্টিয়া প্রতিনিধি জুলাই ১৪, ২০১৭, ০৯:৪৪ এএম
অসুস্থ গরুর মাংস খেয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৭

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে অসুস্থ গরুর মাংস খেয়ে একই গ্রামের ৭ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ক্ষত। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আক্রান্তদের চিকিৎসা সেবাসহ অ্যানথ্রাক্স প্রতিরোধে কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগ।

শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ঘা। ক্ষতের যন্ত্রণায় কাতর শিশু- কিশোর থেকে শুরু করে আক্রান্তরা। স্থানীয়রা জানান, পহেলা জুলাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে অসুস্থ একটি গাভি জবাই করেন এক খামারি।

বাজার দরের চেয়ে কিছুটা কম মূল্যে অসুস্থ গরুর মাংস খেয়ে বিপাকে পড়েন গ্রামবাসী। মাংস খাওয়ার ৩-৪ দিন পর শরীরে ব্যথা ও জ্বর অনুভব করেন তারা। একপর্যায়ে হাত, পা ও কপালে দেখা দেয় ক্ষত। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

খবর পেয়ে আক্রান্তদের চিকিৎসা সেবাসহ রোগ প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগ।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, কুষ্টিয়ার দৌলতপুরসহ ৬ উপজেলায় প্রায় ৮০ হাজার গবাদিপশু প্রতিপালন করছেন খামারিরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!