• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলের মতো বিপিএলেও আসছে রিভিউ


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২১, ২০১৮, ০৯:২০ পিএম
আইপিএলের মতো বিপিএলেও আসছে রিভিউ

ফাইল ছবি

ঢাকা: অনেকে বলেন, আইপিএলের পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অবস্থান। আসলেও কি তাই? আইপিএলের সঙ্গে যে বিপিএলের অনেক পার্থক্য রয়েছে সেটি তো বোঝাই যাচ্ছে। তারপরও আশার খবর, প্রতিবারই বিপিএল কোনও না কোনওভাবে এগোচ্ছে। গতবারই যেমন একটি ভেন্যু বেড়েছে। যুক্ত হয়েছে সিলেট। তেমনি আসছে বিপিএলে প্রযুক্তিতে এগোতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে প্রথমবার দেখা মিলবে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস)।

বিপিএলের সম্প্রচার নিম্নমানের। এটা নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন ছিল। এবার সম্প্রচার মানের দিকেও নজর দেবে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস শনিবার বললেন, সম্প্রচার যেন আরও উন্নত হয় সেদিকে নজর রাখবেন তাঁরা, ‘আমরাও চাই ব্রডকাস্টিংয়ের মান আরও ভালো হোক। যত বেশি ক্যামেরা ব্যবহার করা যায়। সামনের বিপিএল আরও একটু ঝলমলে করতে চাচ্ছি। এলইডি স্টাম্প ব্যবহার করতে চাচ্ছি এবার। যদি পারা যায় স্পাইডার ক্যামেরা ব্যবহারেরও চিন্তা করছি।’

প্রযুক্তিগত দিক দিয়ে সামনের বিপিএলে এর চেয়েও বড় পরিবর্তন আসছে। প্রথমবারের মতো এই ডিআরএস চালু করতে চাচ্ছে বিসিবি। জালাল ইউনুস জানালেন, ‘আগে রিভিউ সিস্টেম ছিল না। সামনে এটা থাকবে। রিভিউ সিস্টেম এলে ক্যামেরা বাড়াতে হবে। স্লো মোশন ক্যামেরা বাড়ালে অতিরিক্ত ব্যয় হবে। সেটি করতেও রাজি। বাজারের কথা চিন্তা করলে ভারতের প্রডাকশন ব্যয় আর আমাদের ব্যয়ের একটা পার্থক্য আছে। ভারতের বড় বাজার। তারা অনেক পয়সা খরচ করে। আমরাও সাধ্যমতো চেষ্টা করছি, যাতে ভালো মানের প্রোডাকশন হয়। গতবার যে প্রডাকশন ছিল আমরা চাই এবার আরও উন্নতি করতে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!