• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ প্রস্তুতি ম্যাচে নামছে মুশফিকরা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০১৭, ১১:৪৭ এএম
আজ প্রস্তুতি ম্যাচে নামছে মুশফিকরা

ঢাকা: তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মুশফিকুর রহীমদের দক্ষিণ আফ্রিকা অভিযান। বেনোনির সাহারা গ্রাউন্ডের এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে। ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে এই প্রস্তুতি ম্যাচই হবে একাদশ গড়ার বড় নিয়ামক। বাংলাদেশের অস্বস্তিকর ব্যাপার হলো, এখনো দক্ষিণ আফ্রিকায় পৌঁছতে পারেননি পেসার রুবেল রুবেল হোসেন।

বিশ্রাম নেওয়ায় টেস্ট সিরিজে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর জায়গায় কে খেলবেন বা টেস্ট অধিনায়ক মুশফিকুর উইকেটের পেছনে দাঁড়াবেন কিনা সেটি এই ম্যাচ দেখেই ঠিক হবে।

বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য আমন্ত্রিত একাদশের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘরোয়া ক্রিকেটের দল টাইটান্সের অধিনায়ক এইডেন মার্ক্রামকে অধিনায়ক করা দলটিতে নেই কোন টেস্ট ক্রিকেটার।

বাংলাদেশ দল : মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়।

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ: এইডেন মার্ক্রাম, টালদি বোকাকো, অকোহে চেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, অ্যাইজাক ডিকগেলে, জুবায়ের হামসা, হেনরিক ক্লেসেন, মিগায়েল প্রিটরিয়াস, উয়াসিন ভালি, শন ভন বের্গ, লনডিসওয়া জুমা।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!