• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আটকা পড়ে ৮ তিমির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০১৬, ০৮:২৪ পিএম
আটকা পড়ে ৮ তিমির মৃত্যু

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় আটকা পড়ে ৮টি পাইলট হোয়েল (তিমি) মারা গেছে। দ্বীপটিতে বিপুল সংখ্যক তিমি আটকা পড়ার পর তাদের উদ্ধারে একটি বড় ধরনের অভিযান চলছে।
 
বুধবার (১৫ জুন) ভোরে পূর্ব জাভা প্রদেশের প্রবোলিঙ্গোতে উঁচু ঢেউয়ের সঙ্গে ভেসে ছোট লেজওয়ালা ৩২টি পাইলট হোয়েল তীরে আসে। স্থানীয় উপকূল ও মৎস্য কার্যালয়ের প্রধান ডেডি ইসফান্ডি বলেন, প্রথমে সৈকতের কাছে একটি বা দুটি তিমি সাঁতার কাটছিল। তিমি মাছের প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো অসুস্থ হলে তারা উপকূলের কাছে চলে আসে।
 
তিনি আরো বলেন, তবে তিমিদের সামাজিক বন্ধন এতটাই সুদৃঢ় যে একটি তিমি অসুস্থ হয়ে পড়লে তারা তাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঢেউয়ের আঘাতে তারা ভেসে সৈকতে আটকা পড়ে।
 
ইসফান্ডি বলেন, গতরাতে কয়েকশ স্থানীয় জেলে ও সরকারি কর্মকর্তা তাদের উদ্ধার করে সমুদ্রে অবমুক্ত করার চেষ্টা করে। কিন্তু সকালে ৮টি তিমি সৈকতে ফিরে এসে মারা যায়। এদিকে আরো প্রায় ২৩টি তিমিকে উদ্ধার করে ইতোমধ্যেই সমুদ্রে ছেড়ে দেয়া হয়েছে। এএফপি।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!