• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগান স্পিনার রশীদ খানের বিশ্ব রেকর্ড


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৯:০৫ পিএম
আফগান স্পিনার রশীদ খানের বিশ্ব রেকর্ড

ফাইল ছবি

ঢাকা: প্রথম আফগান ক্রিকেটার হিসাবে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন রশীদ খান। সবচেয়ে কম বয়সী হিসাবে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাংকিয়ের শীর্ষে উঠলেন এই আফগান লেগ স্পিনার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে চূড়ায় উঠেছেন রশীদ।  

৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৯ বছর ১৫৩ দিন বয়সে এই বিশ্ব রেকর্ড গড়েন রশীদ খান। একই পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ। তারও রেটিং পয়েন্ট ৭৮৭। মুলত জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে রশিদ এক লাফে ৮ ধাপ এগিয়ে এই লেগ স্পিনার।

পাশাপাশি ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় ৪ নম্বরে রয়েছেন রশীদ খান। এই ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে রশীদ খানকে নিয়ে কাড়াকাড়ি করেছে চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত  ৯ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে পুরোনা দল সানরাইজার্স হায়দরাবাদ। সেই রশিদ এবার সবচেয়ে কম বয়সে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!