• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফ্রিদির কাছে বাংলাদেশ ‘দেশের বাইরে দেশ’


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৬, ২০১৭, ০৯:২৫ পিএম
আফ্রিদির কাছে বাংলাদেশ ‘দেশের বাইরে দেশ’

ঢাকা: ফুরফুরে মেজাজে রয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। থাকারই কথা, উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হারা ছাড়া দলটি আর একটি ম্যাচেও হারেনি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিপিএলে কোনো ম্যাচ ছিল না। মেঘলা দিনে হোটেলে অলস বসে না থেকে সময়টা কাজে লাগিয়েছে ঢাকার খেলোয়াড়েরা ঘুরেবেড়িয়ে। তারা দলবেধে ঘুরতে বেড়িয়েছিলেন পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা দেখতে।

ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, লালবাগ কেল্লায় খেলোয়াড়েরা মেতে উঠববেন ‘গলির ক্রিকেটে’। খেলোয়াড়েরা লালবাগ কেল্লা দেখে তো মুগ্ধ। আন্তর্জাতিক ক্যারিয়ার বা ঘরোয়া ক্রিকেট অসংখ্যবার বাংলাদেশে এসেছেন শহীদ আফ্রিদি।

তাই বাংলাদেশের প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়কের ভালো লাগার শেষ নেই, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই উপভোগ করি। এটা আমার দেশের বাইরে দেশ। এখানে সম্মান পাই, মানুষের ভালোবাসা পাই। এ কারণে এখানে খেলতে ভালোবাসি, প্রতিবছর আসি।’

লালবাগে দারুন সময় পার করায় ভীষণ খুশি আফ্রিদি, ‘ভালো একটা জায়গা, এটির ঐতিহাসিক তাৎপর্য আছে। ঢাকা শহর ঘুরে দেখা শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্য ভালো হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!