• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমাদের দুই বোনের কিছু হলে দায়ভার কে নেবে?


ফেসবুক থেকে ডেস্ক ফেব্রুয়ারি ৭, ২০১৮, ০৩:৫৭ পিএম
আমাদের দুই বোনের কিছু হলে দায়ভার কে নেবে?

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। সেই সাথে দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি। এদিকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন হাবিব-উন-নবী খান সোহেলের বড় মেয়ে জান্নাতুল এলমি সূচনা। ভাষাগত কিছু সংশোধন ছাড়া সোনালীনিউজের পাঠকদের জন্য এলমির স্ট্যাটাসটি হুবহু তুলে ধারা হলো-

“সকাল (৬ ফেব্রুয়ারি) থেকে প্রত্যেকটা নিউজ চ্যানেলে বাবা এরেস্টের মিথ্যা খবর দেখে দেখে যখন দু’চোখ, মন ক্লান্ত, পরিশ্রান্ত... ঠিক কিছু পরেই আবার পুলিশি তল্লাশি।

মা তখন অফিসে, বাসায় আমরা কেবল তিনজন মেয়ে। ইন্টারকমে বাসায় কেউ নেই বলা সত্ত্বেও তারা জোড়পূর্বক বাসায় আসে। বাবার নম্বর জানতে চায় আমার কাছে। আমি বলি আমার কাছে সত্যিই বাবার কোন নম্বর নেই, আর বাবা ফোন ব্যবহার করেন না।

এ পর্যন্ত ঠিক ছিল। এরপরই বারবার নম্বর চেয়ে না পাওয়ায় তারা আমাকে হুমকি দেয় যে খারাপ ব্যবহার কাকে বলে তারা দেখাতে জানে। সাথে আমাকে পাগলসহ আরও নানা কথা শোনায়, চিৎকার করে। এই অধিকার তারা কোথা থেকে পায়? সেই সাথে এটাও বলে যে, প্রতিদিন দু’বেলা তারা এরুপ হয়রানি করবে আমাদের। প্রকৃতির বিচার বলে একটা কথা আমি বিশ্বাস করি।

আমি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। আমার বাবা একজন নেতা হোক, অথবা আমি একটি রাজনৈতিক পরিবারের সদস্য -যাই হই না কেন,

সর্বোপরি আমি একটি মেয়ে। একটি মেয়ের সাথে বাসায় এসে যাচ্ছেতাই ব্যবহারের অধিকার কে দিয়েছে প্রশাসনকে?

আমরা কোথাও তো নিরাপদ না তাহলে। এমনকি বাসায়ও না। আমার প্রশ্ন, আমার কিছু হলে এর দায়ভার কে নেবে? সরকার? প্রশাসন? কে?”

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!