• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর দেখা যাবে না সাঙ্গাকারাকে


ক্রীড়া ডেস্ক মে ২৩, ২০১৭, ০৪:৫৩ পিএম
আর দেখা যাবে না সাঙ্গাকারাকে

ঢাকা: ব্যাকরণবিহীন ব্যাটসম্যানদের যুগে ক্ল্যাসিক ব্যাটিংয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে। চোখ ধাঁধানো সব ড্রাইভ, কাট, পুল সটে দেড় দশক ধরে মাতিয়েছেন ক্রিকেট বিশ্ব। টেস্ট, ওয়ানডে এবং কিম্বা টি-টোয়েন্টি, সব ফরম্যাটেই তিনি ছিলেন অসামান্য। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা। এবার কাউন্টিকে না বলে দিলেন সর্বকালের সেরাদের অন্যতম এই ব্যাটসম্যান। চলমান ইংলিশ কাউন্টি মৌসুম শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছে জীবন্ত কিংবদন্তি।

বর্তমানে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। সম্প্রতি লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২০ হাজার রানের কোটা পূরণ করেছেন। কাউন্টিতে মাইলফলক সৃষ্টিকারী এই রান এসেছে ৫১.১৮ গড়ে। কাউন্টির পাশাপাশি সাঙ্গাকারা ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলবেন, তবে এরপরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসি স্পোর্টসকে সাঙ্গাকারা এ প্রসঙ্গে বলেছেন, এই শেষ বারের মত আমি চারদিনের ম্যাচ খেলতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমার বয়স ৪০ হবে। আর এটাই আমার শেষ কাউন্টি ক্রিকেট।

বিদায়ী বছরেও সাঙ্গাকারার ব্যাটিং যেন দিন দিনই জ্বলে উঠছে। মিডলসেক্সের বিপক্ষে দুই ইনিংসে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে সারের ড্র নিশ্চিত করেন। তার শেষ চারটি প্রথম শ্রেণীর ইনিংসেই সেঞ্চুরি এসেছে। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের গেমেও তিনি আটটি ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন।

অবসরের সিদ্ধান্ত নেবার মাধ্যমে একটি দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সাঙ্গা। আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া সাঙ্গাকারার প্রথম শ্রেণীর ক্রিকেটে সব মিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ৬০টি। টেস্টে ৫৭.৪০ গড়ে সেঞ্চুরি করেছেন ৩৮টি। এছাড়া সীমিত ওভারর ম্যাচে ২৫টি সেঞ্চুরিসহ ২৫ হাজারেরও বেশী রান করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!