• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা দলে মেসি নেই, মানতে পারছেন না নেইমার


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০১৮, ০৮:২৮ পিএম
আর্জেন্টিনা দলে মেসি নেই, মানতে পারছেন না নেইমার

ফাইল ছবি

ঢাকা: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের হয়ে নেইমার খেলবেন। কিন্তু আর্জেন্টিনা দলে নেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর আগেই উত্তেজনা অনেকটা কমে গেছে, কারণ আর্জেন্টিনা দলের হয়ে খেলছেন না লিওনেল মেসি। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে চলা ম্যাচটি নিয়ে তাই হতাশ ব্রাজিল তারকা নেইমার।

একসঙ্গে অনেকদিন বার্সেলোনায় খেলেছেন মেসি-নেইমার। দুজনের মধ্যে বন্ধুত্ব খুবই গাঢ়। পিএসজিতে চলে আসার পরও বার্সেলোনায় গিয়ে মেসির সঙ্গে দেখা করেছেন ব্রাজিল ফুটবলের বিস্ময় প্রতিভা। বন্ধুর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার মজার চাইতে নেইমারের মনে হচ্ছে, মেসির এই ম্যাচে না থাকাটা ফুটবলের জন্যই বেদনার। তাঁর কথায়,‘ এটা ফুটবলের জন্য দুঃখজনক। দীর্ঘ সময় ধরে মেসির পুরোটা আমাদের পেতে হবে। সে যত বেশি খেলে, ফুটবলপ্রেমীদের জন্য তত ভালো।’

তবে মেসি না থাকলেও ম্যাচটির গুরুত্ব অস্বীকার করতে নারাজ নেইমার। তিনি বলছেন, 'আমি আমার সতীর্থদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের বলেছি যে পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দারুণ সব খেলোয়াড় নিয়ে তারা অসাধারণ একটা জাতীয় দল। দারুণ সব খেলোয়াড়ের মুখোমুখি হতে পেরে আমরা খুশি। এটা ফুটবলকে আরও সুন্দর করে তোলে। আশা করি, আমরা সেটা সর্বোচ্চ কাজে লাগাতে পারব। আর দলের জন্য নিজেদের সেরাটা দিতে পারব।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!