• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইংলিশ ফুটবলে বাংলাদেশের হামজা দেওয়ান!


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০১৭, ১২:২৭ পিএম
ইংলিশ ফুটবলে বাংলাদেশের হামজা দেওয়ান!

ঢাকা: ইউরোপের ফুটবলে কোনো বাংলাদেশি খেললে সেটি গর্বেরই ব্যাপার। এই গর্বটাই এনে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলেন। হামজা দেওয়ানের বাবা বাংলাদেশি, মা ক্যারিবিয়ান। তিনি ব্রিটিশ নাগরিক। লেস্টারে খেলার সৌজন্যে হামজা হলেন সর্বোচ্চ জায়গায় খেলা বাংলাদেশের একমাত্র ফুটবলার।

মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে ৮৪ মিনিটে মাঠে কোচ শেক্সপিয়র মাঠে নামান হামজাকে। অবশ্য শেষ ছয় মিনিটে তেমন কিছু করতে পারেননি। তবে তাঁর দল লেস্টার সিটি ২-০ গোলে ঠিকই জয় পেয়েছে।

লিভারপুলের বিপক্ষে অভিষেকে দারুন রোমাঞ্চিত। ম্যাচ শেষে তিনি ইনস্ট্রাগ্রামে সেটি প্রকাশও করেছেন, ‘ নিজের শহরের ক্লাবের হয়ে অভিষেক। অনুভূতিটা দারুণ!’ হামজা লেস্টারের অনূর্ধ-২৩ দলের অধিনায়ক। এখন তাঁর বয়স ১৯। এখন দেখাই যাক, ইংলিশ ফুটবলে কতটা আলো ছড়াতে পারেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!