• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেনের রানী আরেক কৃষ্ণকলি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০১৭, ১১:২৩ এএম
ইউএস ওপেনের রানী আরেক কৃষ্ণকলি

স্লোয়ানি স্টেফানস

ঢাকা: ইউএস ওপেন যে নতুন কিছু ঘটতে যাচ্ছে, সে বার্তা আগেই পাওয়া গিয়েছিল। শনিবার (৯ আগস্ট) রাতে সেটাই ঘটল; ইউএস ওপেন পেল নতুন রানী। সেও আবার আরেক কৃষ্ণকলি স্লোয়ানি স্টেফানস। ফ্ল্যাশিং মিডোয় অল-আমেরিকান ফাইনালে মুখোমুখি হন স্লোয়ানি স্টেফানস ও ম্যাডিসন কিস। দুই বন্ধুর লড়াইয়ে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও লক্ষ্য যায়নি যায়নি। সহজেই কিসকে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেন স্টেফানস।

র‌্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর তারকা স্টেফানস ১৫ নম্বর র‌্যাঙ্কিংধারী কিসকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জেতেন। দুজনেরই এটা প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল ছিল।

দুই বান্ধবীর খুনসটি

ইউএস ওপেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন স্টেফানস। উন্মুক্ত যুগে মাত্র পঞ্চম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লামের শিরোপা জিতলেন এই আমেরিকান তারকা।

স্টেফানস ও কিস দুজনই ছোটবেলার বন্ধু। স্টেফানসের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর দুজন দুজনকে জড়িয়ে ধরেন। ফাইনালে দুর্দান্ত জয়ের পর দর্শকসারিতে থাকা মা’কে আলিঙ্গন করেন ইউএস ওপেনের নতুন রানী। এর আগে সেরেনা উইলিয়াম ও ভেনাস উলিয়ামও ওই স্থান দখল করেছিলেন।

সোনালীনিউজ/ঢাকা।এআই

Wordbridge School
Link copied!