• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউএস-বাংলায় সিআরপির হুইল চেয়ার বাস্কেটবল টিম কাঠমুন্ডু


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৩, ২০১৭, ০৬:৪২ পিএম
ইউএস-বাংলায় সিআরপির হুইল চেয়ার বাস্কেটবল টিম কাঠমুন্ডু

ঢাকা: ৫ দিন ব্যাপী আন্তর্জাতিক বাস্কেটবল টুর্নামেন্ট-এ অংশগ্রহনের জন্য পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-র হুইল চেয়ার টিম সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২.৩০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে কাঠমুন্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। নেপালের স্থানীয় সময় দুপুর ২.১৫ মিনিটে কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স সিআরপি হুইল চেয়ার টিমের সহযোগী হিসেবে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। সামাজিক ও মানবিক দৃষ্টিকোন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স টিমের সদস্যদের ভ্রমণকে আনন্দময় করার জন্য সকল ধরনের সহযোগিতা প্রদান করেছে। 

সার্ভিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আলাদা চেক-ইন কাউন্টার, আলাদা ইমিগ্রেশন কাউন্টার, বোর্ডিং গেটে স্পেশাল চেক-ইন ব্যবস্থা, এয়ারক্রাফটে হুইল চেযার টিমের সদস্যদের উদ্দেশ্যে সম্মানসূচক অভিনন্দন বার্তা ঘোষণা করা হয়।

আগামী ১৯ নভেম্বর টুর্নামেন্ট শেষ করে পুনরায় ইউএস-বাংলা এয়ারলাইন্সে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে। 

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল বাস্কেটবল টূর্নামেন্টে সিআরপি থেকে ১৩ জন মহিলাসহ সর্বমোট ৩০ জন সদস্য অংশগ্রহণ করছে। এর মধ্যে ১০ জন কর্মকর্তা ও ২০ জন খেলোয়াড় রয়েছে। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!