• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইম্বলডন জিতে আবেগে ভাসলেন মুগুরুজা


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৭, ১২:৪৩ পিএম
উইম্বলডন জিতে আবেগে ভাসলেন মুগুরুজা

ঢাকা: ভেনাস উইলিয়ামসকে হারিয়ে তিনি উইম্বলডন জিতবেন কখনও কল্পনা করেছিলেন? উইম্বলডনের কোর্টে নামার আগে নিয়মিত এক বার বোর্ডটার সামনে দাঁড়াতেন গারবিনে মগুরুজা। যেখানে একের পর এক লেখা আছে উইম্বলডন চ্যাম্পিয়নদের নাম। কল্পনা করার চেষ্টা করতেন, একদিন এই বোর্ডে জ্বলজ্বল করবে তাঁর নামটাও।

মুগুরুজার কল্পনা আর কল্পনা নেই। শনিবারের পর সত্যিই উইম্বলডন চ্যাম্পিয়নশিপের বোর্ডে উঠে গেল তাঁর নাম। দু’বছর আগে এক উইলিয়ামসের কাছে হেরে গিয়েছিলেন মুগুরুজা। এবার আর সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দিলেন না। আর এক উইলিয়ামসকে হারিয়ে জিতে নিলেন নিজের প্রথম উইম্বলডন। দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম।

২০১৫ সালে উইম্বলডন ফাইনালে হেরে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামসের কাছে। আর ২০১৭ সালে এসে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সেন্টার কোর্টে ট্রফি তুললেন সেই মুগুরুজা। জিতলেন ৭-৫, ৬-০ সেটে। চ্যাম্পিয়ন হওয়ার পর তেইশ বছরের মগুরুজা বলেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, টিভিতে এই ফাইনাল দেখতাম। আমি ভেনাসের খেলাও দেখেছি। আর এখন ওর বিরুদ্ধে খেললাম। ভাবলেই কেমন বিস্ময়কর লাগছে।’

মুগুরুজা চ্যাম্পিয়ন হওয়ার পরপরই অভিনন্দনের জোয়ারে ভাসছেন। যার মধ্যে আছেন রাফায়েল নাদাল। নাদাল টুইট করেন, ‘স্প্যানিশ টেনিসের জন্য গর্বের দিন। অভিনন্দন।’ বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড ভিয়ার টুইট, ‘শুভেচ্ছা উইম্বলডনের নতুন রানিকে।’

ফাইনালে প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিলেও ৩৭ বছর বয়সি ভেনাসের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল মুগুরুজা,‘ উইলিয়ামস বোনেদের বিরুদ্ধেই যেন আমাকে বার বার খেলতে হয়। তবে ব্যাপারটা আমি উপভোগ করি। এর চেয়ে ভাল ফাইনাল আর কী হতে পারে-যখন আপনার উল্টো দিকে থাকে সেরেনা বা ভেনাস। একবার ভাবুন। ভেনাস এখানে পাঁচ বারের চ্যাম্পিয়ন। ও তো উইম্বলডন বিশেষজ্ঞ।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!