• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই প্রথম তিনটি স্বর্ণ জিতলেন ব্রিটিশ দৌড়বিদ ফারাহ


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০১৬, ১১:৫৯ এএম
এই প্রথম তিনটি স্বর্ণ জিতলেন ব্রিটিশ দৌড়বিদ ফারাহ

রিও অলিম্পিকে ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জিতেই ছাড়লেন গ্রেট ব্রিটেনের মো: ফারাহ। অথচ এই প্রতিযোগিতার শুরুর দিকে পেছন থেকে ধাক্কা লেগে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন ব্রিটিশ এই দৌড়বিদ। কিন্তু খুব দ্রুতই সামলে নেন নিজেকে। ধাক্কা সামলে উঠে আবার দৌড়ান ফারাহ, হয়ে যান চ্যাম্পিয়ন আর জেতেন প্রত্যাশীত স্বর্ণ।

স্বর্ণ জিততে ফারাহ সময় নেন ২৭ মিনিট ৫.১৭ সেকেন্ড। রুপা জেতা কেনিয়ার পল টানুইকে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ইথিওপিয়ার তামিরাত তোলা জেতেন ব্রোঞ্জ। ফারাহ এর আগে ঘরের মাঠের লন্ডন অলিম্পিকে নিজের প্রিয় দুই ইভেন্ট ১০ ও ৫ হাজার মিটারে স্বর্ণ জিতেছিলেন। আর রিওতে ১০ হাজার মিটার জিতে অনন্য এক রেকর্ড গড়লেন। এর আগে কোনো ব্রিটিশ দৌড়বিদ তিনটি অলিম্পিক স্বর্ণ জেতেননি। ফারাই প্রথম তিনটি অলিম্পিক স্বর্ণ জিতলেন।

নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে ফারাহ’র সামনে। এবার দৌড়ের মতো দৌড় দিতেই ৫ হাজার মিটারের ফাইনালে নামবেন এই মহাতারকা।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!