• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার পরাজয়ের দায় নিলেন তামিম


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৭, ২০১৬, ১০:০১ পিএম
এবার পরাজয়ের দায় নিলেন তামিম

ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। জয় বলতে ওই এক ম্যাচই। মিরপুরে খুলনা টাইটানসের বিপক্ষে হেরে সংবাদ সম্মেলনে গিয়ে রাগে ফুঁসছেন তামিম। নিজ দলের ব্যাটসম্যানদের ওপর হারের দায় চাপিয়ে তিনি বলেন,‘ তাদের মাথায় সমস্যা আছে। এই লেভেলের ক্রিকেটে বারবার বার্তা পাঠিয়েও যদি কাজ না হয় তার খেলারই যোগ্যতা নেই।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) হোম গ্রাউন্ডে ঢাকা ডায়নামাইটসের ১৪৮ রান তাড়া করতে নেমে চিটাগাংকে থামতে হয়েছে ১২৯ রানে। ১৯ রানে হেরে সাত দলের মধ্যে তামিমের দলের অবস্থান ছয় নম্বরে। তবে এবার আর হারের জন্য কাউকে দায়ী না করে যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন চিটাগাং অধিনায়ক। তামিম কেন দায়ী সেটা তার ইনিংস দেখলেও বোঝা যায়। ৩৫ বল খেলে করেছেন ২৬ রান। 

এটা টি২০ এর সঙ্গে একেবারেই বেমানান। তামিম আর একটু হাত খুলে খেললে ম্যাচটি চিটাগাংও জিততে পারতো। আর সে কারণেই হয়তো নিজের কাছে তাকে অপরাধি মনে হচ্ছে। 

তামিম বলেন,‘ হারের জন্য আমি নিজেও দায়ী। আমার উইকেটটি অনেক গুরুত্বপূর্ণ ছিলো। আমি আউট হওয়ার পর ঢাকার জয় পাওয়া সহজ হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!