• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াগনারের সুইংয়ে বেসামাল উইন্ডিজ


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১, ২০১৭, ০১:৫২ পিএম
ওয়াগনারের সুইংয়ে বেসামাল উইন্ডিজ

ঢাকা: সাদা পোশাকের ক্রিকেটের বেশ ক’বছর হলো ওয়েস্ট ইন্ডিজ তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে। ঘরের মাঠে তাদের সিরিজ হারতে হয়। ঘরের বাইরে তারা কেমন করবে সেটি সহজেই অনুমেয়। নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে নিল ওয়াগনারের সুইং সামলাতে গিয়ে বেসামাল হয়ে গেছে ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ার সেরা ৩৯ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছেন ওয়াগনার।

টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুটা ভালোই করেছিল দু’ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট ও কিয়েরন পাওয়েল। ওপেনিং জুটিতে তারা তুলে ফেলেন ৫৯ রান। ব্রেথওয়েটকে (২৪) নিকোলসের ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন ওয়াগনার। ৭৫ রানে পাওয়ালকে (৪২) ফেরান ট্রেন্ট বোল্ট। ক্যারিবীয় শিবিরে মোড়ক লাগার শুরু এখান থেকেই।

ওয়াগনারের সুইংয়ে বিভ্রান্ত হয়ে ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিল করেছেন। বাকিদের মধ্যে ডওরিচ ১৮ ও রোচ ১৪ রান করতে পেরেছেন। ১৪.৪ ওভার বোলিং করে ৩৯ রানে ৭ উইকেট নিয়েছেন ওয়াগনার। ২ উইকেট বোল্টের ৩৬ রানে।

নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড দিন শেষে ৮৫ রান তুলেছে ২ উইকেট হারিয়ে। ক্রিজে আছেন জিৎ রাভাল ২৯ ও রস টেলর ১২ রান নিয়ে। আউট হয়ে গেছেন টম ল্যাথাম (৩৭) ও উইলিয়ামসন (১)। ১টি করে উইকেট নিয়েছেন হোল্ডার ও রোচ।

 সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!