• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৯, ২০১৭, ০৯:৩২ পিএম
ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার

ঢাকা: আর্মি গলফ ক্লাবের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে দ্বিতীয়বারের মত শুরু হতে যাচ্ছে ‘দ্বিতীয় ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭’। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশি বিদেশী ছয় শতাধিক খেলোয়াড় অংশ নিতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে বুধবার (১৯ এপ্রিল) আর্মি গলফ ক্লাবের ক্লাব হাউজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জানানো হয় অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট পাঁচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগোরিগুলো হল- লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে ছয় শতাধিক খেলোয়াড় অংশ নিতে যাচ্ছে। যার মধ্যে বিদেশীরাও রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার টুর্নামেন্ট শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার (২১ এপ্রিল) সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল হামিদুর রহমানসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লেঃ কর্নেল মো. তোজাম্মেল হক, বাংলাদেশ গলফ একাডেমির পরিচালক (প্রসাশন) লেঃ কর্নেল ফরিদুল মাহমুদ, আর্মি গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার মেজর সৈয়দ ইকবাল হোসেনসহ অন্যান্যরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!