• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৮:৩৮ পিএম
কক্সবাজারে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

কক্সবাজার: প্রতি বছরের ন্যায় এবারও দেশী-বিদেশী হরেক রকমের ঘুড়ি উড়ানোর উৎসব হতে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজারে। 'কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এই ঘুড়ি উৎসবের আয়োজন করেছেন আমরা ঢাকাবাসী সংগঠন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হবে এ উৎসব।

আন্তর্জাতিক এই ঘুড়ি উৎসবে বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ঘুড়ি অংশ গ্রহণ করবে।

এ উপলক্ষ্যে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পর্যটন মোটেল প্রবাল চত্বরে ঘুড়ি প্রদর্শনী ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকাবাসী সংগঠনের সভাপতি মোঃ শুকুর সালেক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল বারেক সোনা মিয়া, ঢাকাবাসী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান পলাশ, সহ-সভাপতি শাহীন পারভীন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান সুমন ও ঘুড়ি খেলোয়াড় বজলুল হক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!