• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাবুলে জোড়া বোমা হামলায় সাংবাদিকসহ নিহত ২০


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০১৮, ১১:১৩ এএম
কাবুলে জোড়া বোমা হামলায় সাংবাদিকসহ নিহত ২০

ঢাকা: আফগানিস্তানের কাবুলে একটি স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৭০ জন। বুধবার রাতে রাজধানী কাবুলে অবস্থিত ক্লাবটিতে হামলা চালায় জঙ্গীরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাতে এ তথ্য জানা গেছে।

নাজিব দানিশ জানিয়েছেন, বুধবার কাবুলের দাশতের বারচি এলাকার স্পোর্টস ক্লাবে হামলা চালায় জঙ্গীরা। এর আগেও অনেকবার ওই এলাকায় বসবাসরত শিয়া হাজারা সম্প্রদায় হামলার শিকার হয়েছে।

তিনি জানান, এক ব্যক্তি ক্লাবের নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পর ভেতরে প্রবেশ করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।হামলার পর হতাহতদের উদ্ধারে লোকজন জড়ো হলে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।এতে ২০ জন নিহত হয়েছে।  

এই দ্বিতীয় বোমা বিস্ফোরণে দেশটির সবচেয়ে বড় ব্রডকাষ্টার টোলো নিউজের একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান নিহত হয়েছেন।

এদিকে, কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানেকজাই জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে অন্তত ৭০ জন। সূত্র: আল জাজিরা


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!