• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কার্তিককে বোল্ড করে কষ্টটা ফিরিয়ে দিলেন সাকিব


ক্রীড়া ডেস্ক মে ২৭, ২০১৮, ১২:০৯ এএম
কার্তিককে বোল্ড করে কষ্টটা ফিরিয়ে দিলেন সাকিব

ঢাকা : নিদাহাস ট্রফির ফাইনালের কথা এত তাড়াতাড়ি কারও ভুলে যাওয়ার কথা নয়। দিনেশ কার্তিক সৌম্য সরকারের শেষ বলে ছক্কা মেরে ভারতকে ট্রফি জিতিয়েছিলেন। কার্তিক কলম্বোয় হতাশায় পুড়িয়েছিলেন সাকিবকে। সেটিই যেন শুক্রবার ইডেন গার্ডেনে ফিরিয়ে দিলেন বাংলাদেশ অলরাউন্ডার।

যদিও নিদাহাস ট্রফির ফাইনালের সঙ্গে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ‍তুল্য নয়। তারপরও কার্তিক তো গোটা বাংলাদেশকেই বেদনায় নীল করেছিলেন শেষ বলে ছক্কা মেরে। সাকিব আল হাসানের মুখে তখন রাজ্যের হতাশা, তাকিয়ে রইলেন শূন্য দৃষ্টিতে।

শুক্রবার একই হতাশায় পুড়লেন কার্তিক। দ্রুত আউট হয়ে হাঁটু গেড়ে নত মাথায় বসেই পড়লেন। মাত্র দুই মাসের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা। যিনি কলম্বোয় আনন্দে ভেসেছিলেন, সেই তিনিই নিদারুণ হতাশ! দলকে নিয়ে যেতে পারেননি ফাইনালে। পরাজয়টা আবার নিজেদের দর্শকদের সামনে, ইডেন গার্ডেনে।

নিদাহাস ট্রফি হারানোর ক্ষতটা সাকিবের যাবে না। তারপরও তো একটা ছোট আকারে প্রতিশোধ নেওয়া গেল। কার্তিক যখন নেমেছিলেন তখন কলকাতার অবস্থা বেশ ভালো ছিল। শেষ  অবধি তিনি থাকলে ম্যাচটা বের করে নিয়ে যেতে পারতেন। সেটি হতে দেননি সাকিব তাঁকে বোল্ড করে। মাত্র ৮ রানে ফিরে যান তিনি। একটু জায়গা করে নিয়ে সাকিবকে কাট করতে চেয়েছিলেন কলকাতা অধিনায়ক।

কার্তিককে ফিরিয়ে সাকিবের উদ্যাপনটাও হলো দেখার মতো। যেন জমে থাকা জ্বালা খানিকটা জুড়োলেন কার্তিককে আউট করে! গুরুত্বপূর্ণ উইকেটটা হারিয়ে যে ধাক্কাটা খেয়েছে কলকাতা, পরে সেটি আর কাটিয়ে উঠতে পারেনি। ১১.৫ ওভারে ৩ উইকেটে ১০৮ রান করা কলকাতা কার্তিককে হারানোর পর শেষ পর্যন্ত তুলতে পেরেছে ৯ উইকেটে ১৬০। হেরেছে ১৪ রানে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!