• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘কুম্বলের পদত্যাগ ভারতীয় ক্রিকেটের জন্য খারাপ নজির’


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০১৭, ০৫:০০ পিএম
‘কুম্বলের পদত্যাগ ভারতীয় ক্রিকেটের জন্য খারাপ নজির’

ঢাকা: টিম ইন্ডিয়াকে সামনের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সাথে দ্বন্দ্বে জড়িয়ে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অনিল কুম্বলে। এ ঘটনঅয় সুনীল গাভাস্কার, বিষেণ সিং বেদির পর মর্মাহত দেশটির সাবেক কোচ লালচাঁদ রাজপুত। তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুব খারাপ দিন। এক বছরে তিনি যেভাবে দেশকে সাফল্য দিয়েছেন, তারও প্রশংসা করেছেন সাবেক এই ক্রিকেটার।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতের কোচ ছিলেন লালচাঁদ। আধুনিক ক্রিকেটে দীর্ঘ ১০ বছর নেই। কিন্তু অনিল কুম্বলে চলে যাওয়ায় বিরাটদের কোচ হওয়ার দৌড়ে আছেন তিনিও। বুধবার সোশাল মিডিয়ায় কুম্বলের বক্তব্য সামনে আসার পর লালচাঁদ বলেন, ‘কুম্বলের পদত্যাগের সিদ্ধান্ত অত্যন্ত খারাপ। ক্রিকেটাররাও এই সিদ্ধান্তে খারাপ ইঙ্গিত পেল। আমার মনে হয়, এটা ভারতীয় ক্রিকেটে অত্যন্ত খারাপ দিন। ওকে এক বছরের মেয়াদ দেয়া হয়েছিল। তাই অপেক্ষা করেছে। মেয়াদ ফুরোতেই বলে দিল, আর এই দায়িত্বে থাকতে চায় না।’

যে কোনও কোচের পক্ষে এক বছরের মেয়াদ অত্যন্ত অল্প সময়। সেটাও মনে করিয়ে দিলেন রাজপুত। তিনি বলেন, ‘যদি বোর্ড ওকে দু’বছরের মেয়াদে সই করাত ভালো হত। যে কোনও কোচের কাছে টিমের সঙ্গে বেশি সময় কাটানোই আসল ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য কুম্বলেকে হয়তো আরও দু’সপ্তাহ বাড়তি সময় দেয়া হয়েছিল। কিন্তু ও সেটা আর করতে রাজি হয়নি। গত এক বছরে ও পারফরম্যান্সের দিকে তাকালে বুঝতে পারা যায়, কতটা ভালো কাজ করেছে ও।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!