• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোন গ্রুপের রক্ত মশার বেশি পছন্দ?


স্বাস্থ্য ডেস্ক মার্চ ২৫, ২০১৭, ১১:০৮ এএম
কোন গ্রুপের রক্ত মশার বেশি পছন্দ?

ফাইল ছবি

ঢাকা: আপনাকে কী মশা বেশি কামড়ায়? মশার কামড়ে অতিষ্ঠ? বিজ্ঞান বলছে আপনার প্রতি মশার বাড়তি ভালোবাসা আছে। কারণ, আপনার রক্তের স্বাদ বেশি! ‘আমেরিকান মসকিটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন’য়ের কারিগরি উপদেষ্টা ড. জো কোনলোন বলেন, ‘শরীরের বিশেষ কোনো উপদান কিংবা ঘ্রাণের কারণে মশারা বেশি আকৃষ্ট হতে পারে।’ মানুষের শরীরের এসব উপাদান দেড়শো ফুটের বেশি বা ৫০ মিটার দূর থেকেও মশারা টের পায়।

রক্তের গ্রুপ: যাদের রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’ কিংবা ‘ও নেগেটিভ’ তারা মশাদের বেশি প্রিয়। ‘বি পজেটিভ’ এবং ‘বি নেগেটিভ’ গ্রুপের রক্তের প্রতি মশার আকর্ষণ ‘ও পজেটিভ’ কিংবা ‘ও নেগেটিভ’য়ের তুলনায় কম। তবে ‘এ পজেটিভ’ কিংবা ‘এ নেগেটিভ’য়ের তুলনায় বেশি।

কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ: সবধরনের কার্বন-ডাই-অক্সাইডের প্রতি মশারা আকৃষ্ট হয়। শরীর যত বড়, কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণও তত বেশি। একারণে শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের মশা বেশি কামড়ায়। আবার একই কারণে প্রাপ্তবয়স্কদের তুলনায় গর্ভবতী মায়েদের প্রতি মশার আকর্ষণ বেশি।

ত্বকের ধরন: ত্বকে স্টেরইড কিংবা কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে- মশা বেশি আকৃষ্ট হয়। তবে ত্বকের কোলেস্টেরল বেশি মানে শরীরেও বেশি এমনটা নয়। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!