• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলিদের জন্য বোর্ডকে বিমান কিনতে বললেন কপিল


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০১৭, ০৮:৫৭ পিএম
কোহলিদের জন্য বোর্ডকে বিমান কিনতে বললেন কপিল

ঢাকা: বিশ্বের যারা বড় বড় ব্যবসায়ী তাদের অনেকেরই নিজস্ব বিমান রয়েছে। ভারতেরই যেমন মুকেশ আম্বানির রয়েছে। কিন্তু কোন ক্রীড়া সংস্থার ক্ষেত্রে বিষয়টি অভিনব। তবে এমনি এক পরামর্শই দিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

তিনি মনে করেন, খেলোয়াড়দের ক্লান্তির কথা ভেবে বিসিসিআই-এর নিজস্ব ‘এয়ার ক্র্যাফট’ রাখা উচিত। কপিল বলেন, ‘বিসিসিআইয়ের টাকার অভাব নেই। ওদের নিজস্ব বিমান থাকা উচিত। তাতে অনেক সময় বাঁচবে আর ভারতীয় দলের জন্যও সুবিধা হবে। বোর্ডের এটা কেনার ক্ষমতা রয়েছে। পাঁচ বছর আগেই এটা হওয়া উচিত ছিল।’

এখানেই থামেননি কপিল। তাঁর ইচ্ছা শুধু বিসিসিআই নয়, তিনি দেখতে চান অনেক ক্রিকেটারও নিজেরা বিমান কিনছেন,‘ আমেরিকায় অনেক গলফ খেলোয়াড়ের নিজস্ব বিমান রয়েছে। আমার মনে হয়, আমাদের ক্রিকেটাররাও ভবিষ্যতে অনেকেই নিজেদের বিমান কিনতে পারবেন।আপাতত বিসিসিআই কিনলে ক্রিকেটাররা অনেক বেশি বিশ্রাম পাবে।’

কোনও ক্রিকেটার এখনও অবধি ব্যক্তিগতভাবে বিমান না কিনলেও ফুটবলাররা কিন্তু অনেক আগেই কিনেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত জেট বিমান রয়েছে। আছে নেইমারেরও। পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের। তাদের পক্ষে বিমান কেনা খুব কোনও বিষয় নয়। ১০০ সিটের এ৩১৮ এয়ারবাসের মূল্য ৫০০ কোটি। কপিলের বিশ্বাস বোর্ড সেই খরচটা করতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!