• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলির সাথে স্লেজিং করবেন না ওয়ার্নার


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০২:৩৪ পিএম
কোহলির সাথে স্লেজিং করবেন না ওয়ার্নার

ঢাকা: চার ম্যাচ টেস্টে সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সাথে অস্ট্রেলিয়া স্লেজিং করবে না বলে জানালেন দলের মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। ভারতের মাটিতে পা দিয়ে কোহলির সাথে স্লেজিং করার ঘোষণা দিয়েছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু দলপতির পথে না হেটে, কোহলিকে না ক্ষেপানোর পরিকল্পনা করেছেন ওয়ার্নার।

তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বসেরা ব্যাটসম্যান কোহলি। এই মূহূতে তার সাথে স্লেজিং করলে তা আমাদের জন্যই খারাপ হবে। তাই কোহলির সাথে অস্ট্রেলিয়া কোন প্রকারের স্লেজিং-এ যাবে না।’

কোহলিকে ক্ষেপানোর ফল খারাপ হয়, তার প্রমাণ নিজ মাঠে হাঁড়ে হাঁড়ে টের পেয়েছে অস্ট্রেলিয়া। গত অস্ট্রেলিয়া সফরে ৮ ইনিংসে চারটি সেঞ্চুরিতে ৬৯২ রান করেছিলেন কোহলি। ভারতের বর্তমান অধিনায়ককে সে সময় থামাতে স্লেজিং-এ ব্যতিব্যস্ত ছিলেন স্মিথ-জনসন-ওয়ার্নার। এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন কোহলি। ব্যাট হাতে দুর্দান্ত সব সেঞ্চুরিতে ভারতকে দুই টেস্টে পরাজয়ের থেকে রক্ষা করেন কোহলি। ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারে অস্ট্রেলিয়া। কোহলির দুর্দান্ত ব্যাটিং-এ স্মিথ-জনসন-ওয়ার্নারদের স্লেজিং মুখ থুবড়ে পড়ে।

কিন্তু তারপরও কোহলিকে স্লেজিং দিয়েই বধ করার পণ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। ভারতের মাটিতে পা দিয়েই এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু অধিনায়কের এমন পরিকল্পনার সাথে একমত নন তারই ডেপুটি ওয়ার্নার। কোহলির সাথে কোন প্রকার স্লেজিং তার দল করবে না বলে ঘোষণা দিলেন ওয়ার্নার, ‘টেস্ট সিরিজে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো মাঠে যাওয়া এবং আমাদের স্টাইলেই ক্রিকেট খেলা। কোহলি হচ্ছে সেই ধরনের একজন খেলোয়াড় যাকে খোঁচালে সে বরং আরও ভালো খেলবে। এই মুহূর্তে সে বিশ্বমানের খেলোয়াড়। আমরা চেষ্টা করবো মাঠে আমাদের সেরাটা উপহার দিতে। এটাই আমাদের খেলার ধরন।’

কোহলির সাথে স্লেজিং করলে তা অস্ট্রেলিয়া দলের জন্য খারাপ ফল বইয়ে আনতে পারে বলে মনে করেন ওয়ার্নার। অতীতের কথা মনে করে ওয়ার্নার বলেন, ‘আগের সফরে সে ভয়ংকর হয়ে উঠেছিলো। অনেক পরিকল্পনা করেও আমরা তাকে আটকাতে পারিনি। হয়তো আমাদের স্লেজিং-এ আরও ক্ষেপেছিলো। তাই এবার আর কোহলিকে বিরক্ত করবো না। তবে কোহলিকে নিয়ে আমরা অনেক পরিকল্পনা করেছি। তাকে আটকাতে পারলে আমাদের কাজ অনেকাংশে এগিয়ে যাবে।’

টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে ২৫ ও ৩৫ রানের দু’টি ইনিংস খেলেন ওয়ার্নার। বড় রান পাননি তিনি। তবে এসব নিয়ে চিন্তিত নন ওয়ার্নার, ‘প্রস্তুতি ম্যাচে আমরা বেশ কিছু পরীক্ষা করেছি। এ ম্যাচ নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। কে রান পেলো, কে পায়নি। আসল লড়াই টেস্ট সিরিজে, যা নিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করেছি।’
ভারতের মাটিতে এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন ওয়ার্নার। ২২ ইনিংসে ৮৮৮ রান করেছেন তিনি। এরমধ্যে ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!