• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্যাটলিন বাদ ফাইনালে বোল্ট


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৬, ১১:৩৪ এএম
গ্যাটলিন বাদ ফাইনালে বোল্ট

অলিম্পিকে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জয়ের পথে আরেকধাপ এগুলেন উসাইন বোল্ট। রিও অলিম্পিক গেমসে পুরুষদের এই ইভেন্টের ফাইনালে উঠেছেন জ্যামাইকার এই বিশ্বসেরা স্প্রিন্টার।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ২০০ মিটারের সেমিফাইনাল পর্ব। সেখানে ১৯.৭৮ সেকেন্ড। এবারের মৌসুমে যা তার সেরা টাইমিং। এর আগে এই মৌসুমে তার সেরা টাইমিং ছিল ১৯.৮৯ সেকেন্ড।

বোল্ট ফাইনালে উঠলেও এই ইভেন্ট থেকে ছিটকে পড়েছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। তিনি সময় নিয়েছেন ২০.১৩ সেকেন্ড। পুরুষদের ১০০ মিটারে রৌপ্য জিতেছিলেন গ্যাটলিন। স্বর্ণ জিতেছিলেন বোল্টই।

শুক্রবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হবে ২০০ মিটারের ফাইনাল পর্ব। সেখানে স্বর্ণ জয়ের পথে উসাইন বোল্টের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন ডি গ্র্যাসে। সেমিফাইনালে ১৯.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ১০০ মিটারে ব্রোঞ্জ জয়ী এই কানাডিয়ান স্প্রিন্টার।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!