• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘরের বাইরে ভালো খেলার চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিক


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৯:২০ পিএম
ঘরের বাইরে ভালো খেলার চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিক

ঢাকা: গত কয়েক বছর ধরে ক্রিকেটের তিন সংস্করণেই দারুন ক্রিকেট খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ এ সিরিজ ড্র করেছে। শ্রীলঙ্কার মাটিতেও এই ধারা বজায় ছিল। টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছিল। সদ্য শেষ হওয়া ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকেও জিততে দেয়নি বাংলাদেশ। ১-১ এ ড্র করেছে সিরিজ। মাঝে অবশ্য নিউজিল্যান্ড ও ভারত সফরে একমাত্র টেস্টে হারতে হয়েছে।

তবে অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি এখনও মুশফিকুর রহীমদের মনে তরতাজা। দক্ষিণ আফ্রিকাতেও সেই ধারা টেনে নিয়ে যেতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক,‘ বাংলাদেশ দল গত কয়েক বছর ধরে সব সংস্করণেই দারুণ ক্রিকেট খেলছে। যখন আমরা ঘরে খেলি তখন আমাদের আত্মবিশ্বাস অনেক থাকে, এমনকি আমরা অনেক ধারাবাহিকও। কিছুদিন আগেই আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি।

মুশি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের কন্ডিশনে খেলাটা সহজ হবে না। তবে এটা আমাদের পরবর্তী ধাপ। আমরা বিদেশের মাটিতেও ভালো করতে চাই। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। এ লক্ষ্য আমরা পূরণ করতে চাই।’

শেষবার যখন দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ, সেই দলের তিন জন আছে এই দলে। মুশফিক মনে করেন, এই সিরিজ নতুনদের জন্য অভিজ্ঞতা অর্জনের দারুন সুযোগ, ‘আমার মনে হয় এটা আমাদের জন্য দারুণ সুযোগ। কারণ আমাদের দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় এসেছে যারা এই কন্ডিশনে খেলে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এটা আমাদের জন্য দারুণ একটি সিরিজ হবে।’

অস্ট্রেলিয়াকে হারিয়ে মুশফিকদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। উল্টোদিকে, ইংল্যান্ড সফরে ১-৩ ব্যবধানে হেরে এসেছে দক্ষিণ আফ্রিকা। মুশফিক জানেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা কতটা ভয়ঙ্কর, ‘তারা হয়ত ইংল্যান্ডে হেরেছে কিন্তু তারা খুবই বিপজ্জনক দল। ঘরের মাঠে তারা জানে উইকেট কেমন আচরণ করবে, কন্ডিশন কেমন। তারা একজন নতুন কোচ পেয়েছে সে হয়ত দক্ষিণ আফ্রিকায় নতুন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে উনি অনেক পুরনো। আমার মনে হয় এটা খুব ভালো একটা সিরিজ হবে। এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

বৃহস্পতিবার থেকে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর পর ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হবে প্রথম টেস্ট।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!