• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন নোবেলজয়ী নাট্যকার দারিও ফো


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৩, ২০১৬, ০৬:৪৮ পিএম
চলে গেলেন নোবেলজয়ী নাট্যকার দারিও ফো

ইতালির জনপ্রিয় নাট্যকার দারিও ফো আর নেই। শুধু নাট্যকার বললেও ভীষণ কৃপণতা করা হবে এই নোবেলজয়ীর প্রতি। অসামান্য প্রতিভাবান এই মানুষটি একাধারে অভিনেতা, নাট্যকার, কমেডিয়ান, গায়ক, থিয়েটার পরিচালক, মঞ্চ নির্মাতা, গীতিকার এবং চিত্রশিল্পী। শুধু শিল্প সংস্কৃতিই নয়, তার পদচারণা ছিল রাজনীতিতেও। তবে সমর্থক হিসেবে।

১৯৯৭ সালে সাহিত্যে নোবেল পান দারিও ফো। তিনি বেশি জনপ্রিয় হয়েছিলেন ‘দ্য অ্যাকসিডেন্টাল ডেথ অফ এন অ্যানার্কিস্ট’-এর মতো রাজনৈতিক বিদ্রুপাত্মক নাটক লিখে।

জীবনের শেষ দিনগুলিতে ফুসফুসের সমস্যায় পড়েন অসম্ভব প্রাণোচ্ছ্বল এই মানুষটি। হাসপাতালে ছিলেন ১২ দিন। ভগ্ন স্বাস্থ্যের সাথে টানা লড়াই করে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দারিও ফোর জন্ম ১৯২৬ সালের ২৪ মার্চ ইতালির সানজিয়ানোতে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!