• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চান্ডিমালের নতুন শ্রীলঙ্কার সামনে টগবগে জিম্বাবুয়ে


ক্রীড়া ডেস্ক জুলাই ১৩, ২০১৭, ০৮:৫৭ পিএম
চান্ডিমালের নতুন শ্রীলঙ্কার সামনে টগবগে জিম্বাবুয়ে

ঢাকা: জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরে গোটা শ্রীলঙ্কাজুড়ে চলছে শোকসভা। এরমধ্যে শুক্রবার থেকে কলম্বোয় শুরু হচ্ছে দু’দলের একমাত্র টেস্টটি। ওয়ানডে সিরিজ হারের ধাক্কা না সামলাতে পেরে তিন সংস্করণেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দেবেন দিনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কার ১৫ তম অধিনায়ক কী পারবেন লঙ্কানদের হারানো বিশ্বাস পুনরুদ্ধার করতে?

ঘরের মাঠে আফগানিস্তানের সাথে সিরিজ হারা জিম্বাবুয়ে শ্রীলঙ্কায় আসার আগেও স্কটল্যান্ডের কাছে হেরেছে। সেই তারাই লঙ্কার মাটিতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে। এই মুহূর্তে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে জিম্বাবুয়ে। গত নভেম্বর সর্বশেষ সাদা পোশাকে নামা দলটির সামনে দারুন সুযোগ রয়েছে ভালো কিছু উপহার দেয়ার।

২০০২ সালের পর জিম্বাবুয়ে শ্রীলঙ্কার মাটিতে আর কখনও টেস্ট খেলেনি। সব মিলিয়ে দু’দল টেস্ট খেলেছে ১৭টি। এরমধ্যে জিম্বাবুয়ে ১২টিতেই হেরেছে। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে দুই টেস্ট খেলে দুটিতেই হেরেছিল দলটি। তারপর এবারই প্রথম বিদেশের মাটিতে টেস্ট খেলতে নামছে জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাসটা জিম্বাবুয়ের খেলোয়াড়দের মধ্যে প্রবেশ করলে  কলম্বো টেস্টে অন্যরকম কিছু ঘটলেও বিস্মিত হওয়ার কিছু নেই। অধিনায়ক গ্রায়েম ক্রেমারের কথা শুনলে তাই মনে হবে, ‘যে কোনও কিছুই ঘটতে পারে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ধাক্কা দিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমরা যদি রান এবং উইকেট নিতে পারি তাহলে আমাদেরও সম্ভাবনাও রয়েছে।‘

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডঅাই

Wordbridge School
Link copied!