• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চোটে পড়ে ছিটকে গেলেন কুশল


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৮, ১২:৪৫ পিএম
চোটে পড়ে ছিটকে গেলেন কুশল

ঢাকা: শ্রীলঙ্কা দলে যেন চোটের মিছিল শুরু হয়েছে। হ্যামস্ট্রংয়ের চোট পেয়ে ত্রিদেশীয় সিরিজ তো বটেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

এবার পিঠের চোটে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়লেন আক্রমণাত্মক ব্যাটসম্যান কুশল পেরেরা।

রোববার তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। এতে দলটির ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও রয়েছে। সেই ম্যাচে ৪৯ রানের দারুন এক ইনিংস খেলেন কুশল। এ ম্যাচেই পিঠের চোটে পড়েন তিনি। চিকিৎসকেরা কুশলকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তার মানে ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দর্শক হয়ে থাকবেন তিনি।

কুশলের জায়গায় শ্রীলঙ্কা দলে ঢুকেছেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি সবশেষ ম্যাচ খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলবে ২৫ জানুয়ারি, বাংলাদেশের বিপক্ষে।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!