• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাথুজ-মালিঙ্গা


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৪, ২০১৭, ০৩:৪৮ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাথুজ-মালিঙ্গা

ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ, অস্ট্রেলিয়ার সফর ও বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে সিরিজে খেলতে পারেননি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই ঘোষণায় অধিনায়ক হিসেবেই দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আছেন পেসার লাসিথ মালিঙ্গাও।

২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে হাঁটুর ইনজুরিতে পড়ায় পরবর্তীতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি মালিঙ্গা। এমনকি গেল বছরে কোনো   ওয়ানডেও খেলতে পারেননি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন তিনি। ফিরেই বল হাতে জ্বলে উঠেন এই শীর্ষ পেসার ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬ এবং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে অংশ নিয়ে ৫ উইকেট নেন মালিঙ্গা। বর্তমানে মুম্বাইয়ে ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন তিনি। চার ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছেন মালিঙ্গা।

অন্য দিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ, অস্ট্রেলিয়ার সফর ও বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে সিরিজে খেলতে পারেননি ম্যাথুজ। পুরোপুরি সুস্থ হয়ে উঠায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরলেন নিয়মিত অধিনায়ক ম্যাথুজ। চলমান আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে দু’টি ম্যাচে অংশ নিয়ে নিজের ফিটনেসের উন্নতির প্রমাণ দেন তিনি।

এদিকে, দীর্ঘদিন পর আবারো ওয়ানডে দলে ফিরেছেন চামারা কাপুগেদেরা। জাতীয় দলের হয়ে ২০১৬ সালের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। সাম্প্রতিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে সুযোগ পেয়েছেন কাপুগেদেরা।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে শ্রীলংকার প্রতিপক্ষ হিসেবে আছে ভারত ওপাকিস্তান। ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে লংকানরা।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা (সহ-অধিনায়ক), নিরোশান ডিকবেলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চামারা কাপুগেদেরা, আসলে গুনারত্নে, দিনেশ চান্ডিমাল, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকেরা, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান ও সেক্কুগে প্রসন্ন।

স্ট্যান্ডবাই: দিলরুয়ান পেরেরা ও দানুষ্কা গুনাথিলাকা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!