• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রস্তুতই আছে: সুজন


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৯, ২০১৭, ০৭:২৬ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রস্তুতই আছে: সুজন

ঢাকা: চলতি বছরের ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। লন্ডনের ওভালে অনুষ্ঠিতব্য উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংলিশদের মুখোমুখি বাংলাদেশ। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ভাল দেশবাসীকে ভাল কিছু উপহার দিতে বদ্ধপরিকর ‘বেঙ্গল টাইগাররা’। সেই লক্ষ্য সামনে রেখেই এগুচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ইংলিশ কন্ডিশনের সাথে মানানসই উইকেট তৈরি করে খেলছে ক্রিকেটাররা। ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প রয়েছে। তবে দলে খুব বেশি পরিবর্তন হবে বলেই জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বুধবার (১৯ এপ্রিল) সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমাদের ওয়ানডে দলটা তো প্রস্তুতই। খুব বেশি পরিবর্তন আনার দরকার নেই। কম্বিনেশন তো মোটামুটি করাই আছে। ওয়ানডেতে ভালো খেলার কারণে আমাদের দলটা গোছানোই আছে।’

কেমন দল হচ্ছে এমন প্রশ্নে সুজন বলেন, ‘ইংল্যান্ডের মতো জায়গায় খেলা, সুতরাং অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ। নতুন মুখের খুব বেশি সম্ভাবনা নেই।’

উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। খেলা হবে লন্ডনের ওভালে। সেখানকার উইকেট অনেকটা ফ্ল্যাট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওভালের কন্ডিশন সম্পর্কে আমি জানি। ওখানকার উইকেট খুবই ফ্লাট হবে। প্রিমিয়ার লিগে এই ধরনের উইকেটে খেলা হচ্ছে বলে সুবিধা পাওয়া যাবে। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ছে। বোলাররাও শিখতে পারছে। তাদের জানতে হবে কিভাবে এই ধরনের উইকেটে বোলিং করতে হয়। ইয়র্কার কিভাবে ব্যবহার করতে হয়, স্লগ ওভারে কেমন বোলিং হওয়া উচিত।’

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আজ কালকের মধ্যেই স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আর এই স্কোয়াডের বিসিবি আস্থা রাখতে চাইছে অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের ওপরে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!