• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জরিমানা দিয়ে বেঁচে গেলেন লরিস


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০১৮, ০৯:৫০ পিএম
জরিমানা দিয়ে বেঁচে গেলেন লরিস

ঢাকা: মদ পান করে গাড়ি চালিয়ে ধরা পড়েছিলেন। জেলে যাওয়ার মতো বড় শাস্তিই হতে পারত। ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস জেলে যাওয়া থেকে বেঁচে গিয়েছেন। তবে ২০ মাস গাড়ি চালাতে পারবেন না তিনি। ৫০ হাজার পাউন্ড জরিমানাও দিতে হবে লরিসকে।

রাশিয়ায় লরিসের হাতেই উঠেছিল বিশ্বকাপ। ৩১ বছর বয়সী গোলরক্ষক হয়ে উঠেছিলেন ফ্রান্সের জাতীয় নায়ক। বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যেও নিজের জায়গা করে নিয়েছিলেন। কিন্তু গত ২৪ অগস্ট লন্ডনে তিনি মদ পান করা অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়েন। এক বিবৃতিতে এ জন্য ক্ষমাও চান লরিস।

বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে হাজিরা দিয়েছিলেন লরিস। সেখানেই তাঁর আইনজীবী লরিসের ক্ষমা প্রার্থনার কথা জানান। এই অপরাধের জন্য ছয় মাসের জেল হতে পারত টটেনহ্যামের গোলরক্ষক লরিসের। কিন্তু কড়া শাস্তি দেওয়া হয়নি। ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। জরিমানাও করা হয়েছে।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!