• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে কৃষ্ণারা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৭, ০৮:৪০ পিএম
জাপানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে কৃষ্ণারা

ঢাকা: চলতি বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলবে অনুর্ধ্ব-১৬ দলের মেয়েরা। সেখানে শীর্ষ তিন দলের মধ্যে থাকতে পারলে উরুগুয়েতে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফিফা অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবে সানজিদা-মারিয়ারা। তারই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৪ জানুয়ারি জাপানে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা ফুটবল দল।

জাপান ফুটবল ফেডারেশনের আমন্ত্রনে সেখানে খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এ তথ্য জানান। তিনি আরো জানান, জাপানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেয়েরা। বাফুফের প্রস্তাবে সাড়া দেয় জেএফএ (জাপান ফুটবল এ্যাসোসিয়েশন)।

বাফুফে সূত্রে জানা গেছে, জাপান সফরে যাবে ১৮ ফুটবলার, দুই কোচ গোলাম রব্বানী ছোটন, মাহবুবুর রহমান লিটু, গোলরক্ষক কোচ রায়ান স্যান্ডফোর্ড, বাফুফে ডেলিগেট শশীকান্ত ভট্টাচার্য্য, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এবং বাফুফে কর্মকর্তা জাকির হোসেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!