• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা ১৫৩ টেস্ট খেলে বোর্ডারকে ছুঁলেন কুক


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০১৮, ০৩:২৪ পিএম
টানা ১৫৩ টেস্ট খেলে বোর্ডারকে ছুঁলেন কুক

ঢাকা : পাকিস্তানের বিরুদ্ধে  লর্ডসের মাটিতে প্রথম ম্যাচেই রেকর্ড দিয়ে শুরু করলেন অ্যালিস্টার কুক। অ্যালান বোর্ডারের ১৫৩ টেস্ট খেলার রেকর্ড স্পর্শ করলেন তিনি। বৃহস্পতিবার টানা ১৫৩ টেস্ট খেললেন কুক। কিন্তু বোর্ডার এই রেকর্ড করেছিলেন ৩৮ বছর বয়সে। কুক করলেন ৩৩ বছরে। বোর্ডারের চেয়ে পাঁচ বছর আগে।

দু’জনেই বাঁহাতি ব্যাটসম্যান। খেলেছেন ১৫৩ টেস্ট ম্যাচ। দু’জনেই ১১ হাজারের বেশি রান করেছেন।  অ্যাশেজ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও দু’জনে নেতৃত্ব দিয়েছেন। ২৪ বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বোর্ডার। এদিন তাঁর রেকর্ড কুক স্পর্শ করার পর সবার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং বোর্ডার। তিনি বলেন, ‘কুকিকে আন্তরিক শুভেচ্ছা।’

২০০৬ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক হওয়ার পরের ম্যাচেই অসুস্থতার জন্য খেলতে পারেননি। এরপর থেকে গত ১২ বছরে ইংল্যান্ডের সব চেয়ে ধারাবাহিক খেলোয়াড় ও সর্বোচ্চ রান রয়েছে কুকের ঝুলিতে। বোর্ডার বলেন, ‘আমি কখনও ভাবিনি এভাবে কেউ আমার রেকর্ডের কাছে চলে আসতে পারে। এটা দারুণ ঘটনা।’

কুকের এমন বিরল কীর্তির দিনে প্রথম ইনিংসে ১৮৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। যেখানে আবার সর্বোচ্চ রান এসেছে কুকের ব্যাট থেকেই। ১৪৮ বলে ৭০ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান বেন স্টোকসের। মোহাম্মদ আব্বাস ২৩ ও হাসান আলী ৫১ রানে ৪টি করে উইকেট নিয়েছে। জবাবে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫০ রান তুলেছে পাকিস্তান।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!