• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেস্টে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা মুশফিকের


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০১৬, ০২:১১ পিএম
টেস্টে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা মুশফিকের

চট্টগ্রাম টেস্টে যাদের শুরুটা ভালো হবে, পুরো ম্যাচে তারাই আধিপত্য বিস্তার করবে। তবে, বাংলাদেশের লক্ষ্য সেশন বাই সেশনে ভালো খেলা। এমনটাই জানিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া, প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেয়ার মতো সামর্থ্য আছে বাংলাদেশের বোলারদের। তাই ইতিবাচক ফলাফলের প্রত্যাশা মুশফিকের।

মুশফিকুর রহিম বলেন, ইংল্যান্ড এমনিতেই শক্তিশালী দল। সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সও দুর্দান্ত। আমার মনে হয় চট্টগ্রাম টেস্টে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। যারা শুরুর সেশনগুলো ভালো করবে, তারাই পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করবে। ওয়ানডেতে বাংলাদেশ যেমন ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে, আশা করি টেস্টেও সেটা পারবো আমরা।’

তিনি আরো বলেন, ‘ইংল্যান্ড দলের মতো আমাদের দলেও একঝাঁক নতুন ক্রিকেটার আছে। আশা করি তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখবে। উইকেটের সহায়তা পেলে ওদের ২০ উইকেট তুলে নিতে পারবে আমাদের বোলাররা।’

টেস্ট ফরম্যাটে ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। র‌্যাংকিংয়ে তাদের অবস্থান চতুর্থ। বিশ্বের অন্যতম একটি সেরা দলের বিপক্ষে টেস্ট খেলাটা চ্যালেঞ্জ হিসেবেই মানছেন স্বাগতিক দলের অধিনায়ক মুশফিক। বলেন, ‘ইংল্যান্ড সমীহ জাগানো দল। এই সিরিজটা আমাদের জন্য সত্যিকারেই চ্যালেঞ্জ। এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে পাঁচ দিন ব্যাটিং-বোলিংয়ের সেরাটা খেলাটাই উপহার দেয়া। প্রত্যেকটা সেশন অনুযায়ী ব্যাটিং ও বোলিংয়ে ভালো খেলার পরিকল্পনা নিয়েই মাঠে নামবো।’

গত দুই বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো খেলেছেন টাইগাররা। সেই ধারাবাহিকতা টেস্টেও আনতে চান মুশফিক। বলেন, ‘দেখবেন, দুই বছর ধরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমাদের ভালো সময় কেটেছে। অনেক ম্যাচ জিতেছি, আবার হেরেছিও। কাজেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জয়-পরাজয়ের চেয়েও এই ফরম্যাটে আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টির ধারাবাহিকতা নিয়ে আসতে হবে। তার জন্য নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দেবো।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!