• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিআইজি মিজানের হুমকি: প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৮, ০৮:৩০ পিএম
ডিআইজি মিজানের হুমকি: প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন সাংবাদিকরা। তারা বলছেন, পুলিশের এই ক্ষমতাধর কর্মকর্তার বিভাগীয় তদন্তে প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত জরুরি। 

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ের সামনে মানববন্ধনে সাংবাদিক নেতারা এ দাবি জানান। 

ডিআইজি মিজান কর্তৃক দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের প্রাণনাশের হুমকির প্রতিবাদে অয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সরোয়ার আলম।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক এসএম বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। 

বক্তারা বলেন, ডিআইজি মিজান প্রভাবশালী কর্মকর্তা। তিনি তার বিরুদ্ধে তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন। তার বিরুদ্ধে শুধু একজন নারী নয়, আরেক নারী পুলিশ সদর দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন; যা ধাপাচাপা দেয়ার চেষ্টা চলছে। বক্তারা বলেন, দেশের নাগরিক হিসেবে জিডি করার অধিকার সবার আছে কিন্তু ভাটারা থানা দুই সাংবাদিকের জিডি নেয়নি। বক্তারা ডিআইজি মিজানকে সব সুযোগ সুবিধার বাইরে রাখার দাবি জানান।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!