• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু জ্বর হয়েছে আশরাফুলের


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০১৭, ১০:১৪ পিএম
ডেঙ্গু জ্বর হয়েছে আশরাফুলের

ঢাকা: এবারের জাতীয় লিগে মাঠে নেমেই সেঞ্চুরি মেরেছেন মোহাম্মদ আশরাফুল। যে কোনও ধরণের ক্রিকেটে এটি তাঁর চার বছর পর সেঞ্চুরি। এই সেঞ্চুরির পর তিন দিন আর মাঠেই নামেননি আশরাফুল। কারণ ডেঙ্গু জ্বর। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

ঢাকা মহানগর ও স্বাগতিক চট্ট্রগামের মধ্যে ম্যাচটি শেষ অবধি ড্র হয়েছে। অবশ্য তার আগেই সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম থেকে একটি ফ্লাইটে ঢাকা আসেন আশরাফুল। এসে বাসাতেই থাকছেন তিনি। আশরাফুল জানিয়েছেন, জ্বর সারতে সাত-আট দিন সময় লাগবে।

সেঞ্চুরি করার পর পরই কাঁপুনি দিয়ে জ্বর আসে আশরাফুলের। তিনি বলেন,‘ সেঞ্চুরি করার পরই জ্বর জ্বর অনুভূত হতে থাকে। সেঞ্চুরি করে ড্রেসিং রুমে ফেরার পর, হোটেলে ফেরার আগেই শরীরে কাঁপুনি শুরু হয়। রাতে হোটেলে গিয়ে দেখি ১০৪ ডিগ্রি জ্বর। পরের দিন ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি বলেন, ডেঙ্গুর টেস্ট করিয়ে নিতে। পরীক্ষার রিপোর্টেই ধরা পড়ে ডেঙ্গু পজেটিভ। এ কারণে সোমবার (১৮ সেপ্টম্বর) বেলা ১১টার ফ্লাইটে বাসায় চলে এলাম। এখনও ১০২ ডিগ্রি জ্বর। চিকিৎসকরা বলেছেন আরও তিনদিন জ্বর থাকবে।’

জ্বরের কারণে পরের রাউন্ড মিস করতে পারেন আশরাফুল। এমন আশঙ্কা তিনি নিজেই করছেন, ‘পরের রাউন্ডও হয়ত মিস করব। আশা করছি, সাত-আট দিনের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!