• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তামিমকে ফোন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৬, ২০১৭, ০৯:৩৮ এএম
তামিমকে ফোন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: কলম্বো টেস্ট জয়ের পর গোটা দলকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেছিলেন ক্রিকেট অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেছিলেন, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসানের সঙ্গে। প্রধানমন্ত্রী সেদিন তাদের উদ্দেশ্যে বলেছিলেন,‘ তোমরা ইতিহাস সৃষ্টি করেছ। আমি তোমাদের জন্য দোয়া করি যেন এই ধারা বজায় রাখতে পার।’ এরপর জয়-বাংলা বলে ফোন রেখে দেন প্রধানমন্ত্রী।

এবার ডাম্বুলায় শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৯০ রানে হারানোর পর প্রধানমন্ত্রী ফোন দিয়ে কথা বলেছেন তামিম ইকবালের সঙ্গে। তার মাধ্যমে গোটা দলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পরে সংবাদমাধ্যমের সামনে এসে তামিমই প্রধানমন্ত্রীর ফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর ফোন সবার কাছে বড় অনুপ্রেরণা। ব্যতিক্রম নয় তামিমের ক্ষেত্রে।

তবে বড় কথা হল, আগের তামিম আর এই তামিমের মধ্যে এখন স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তিনি যেভাবে ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন সেটা বড় প্রশংসার দাবিদার। এই তামিম আগের মত আর উইকেট বিলিয়ে দিয়ে আসেন না। বড় এই পরিবর্তনের রহস্য কী? তামিম ব্যাখ্যা দিয়ে জানালেন,‘ আমি তো সবসময় চাই ইনিংস বড় করতে। যতক্ষণ থাকা যায় উইকেটে থাকতে। সুযোগ পেলে তা আর নষ্ট করতে চাই না।’

তামিমের চোখে এই জয় আগে থেকে ভালো খেলে আসার পুরস্কার। তিনি বলেন,‘ আমাদের ফলাফলটা হয়ত সেরকম দেখাচ্ছিল না।  তবে আমরা কিন্ত গত কিছুদিন ধরেই ভালো খেলছিলাম। নিউজিল্যান্ডেও সুযোগ পেয়েছিলাম। কিছু ছোট ছোট ভুলে হাতছাড়া হয়ে গেছে জয়। এখানে সেই ভুল আমরা হতে দেইনি।’

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!