• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন হাজার রানের ক্লাবে মুশফিক


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০১৭, ০৬:৫৭ পিএম
তিন হাজার রানের ক্লাবে মুশফিক

ঢাকা: বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রান ক্লাবের সদস্য হলেন সাদা পোশাকের অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার (১১ ফেব্রুয়ারি) হায়দারাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে ৮১ রানে অপরাজিত আছেন মুশি। ফলে টেস্ট ক্যারিয়ারে তিন হাজার রান পূর্ণ হয় মুশফিকুরের।

ভারতের বিপক্ষে টেস্টের আগে মুশফিকুরের ব্যাটিং পরিসংখ্যান ছিলো ৫১ ম্যাচে ৯৪ ইনিংসে ২৯২২ রান। ফলে তিন হাজারের মাইলফলক স্পর্শ করতে ৭৮ রান প্রয়োজন পড়ে তার। টেস্টে বাংলাদেশ ইনিংসের ১০৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের তিন হাজার রান পূর্ণ করেন মুশফিকুর। এই তালিকায় বাংলাদেশের হয়ে আগেই নাম লিখিয়েছিলেন হাবিবুল বাশার, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

টেস্টে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের রান:
খেলোয়াড়                      ম্যাচ      ইনিংস         রান
তামিম ইকবাল                ৪৭        ৮৯           ৩৪৬৭
সাকিব আল হাসান           ৪৭        ৮৭           ৩২৯৫
হাবিবুল বাশার                ৫০        ৯৯          ৩০২৬
মুশফিকুর রহিম               ৫২        ৯৫           ৩০০৩
মোহাম্মদ আশরাফুল         ৬১        ১১৯          ২৭৩৭

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!