• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকায় ভালো করতে বাংলাদেশকে ম্যাকেঞ্জির পরামর্শ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২১, ২০১৭, ০৮:০৮ পিএম
দ.  আফ্রিকায় ভালো করতে বাংলাদেশকে ম্যাকেঞ্জির পরামর্শ

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় গিয়ে এখনো জয়ের নাগাল পায়নি বাংলাদেশ। সমস্যা উদঘাটন করতে পারছে না টিম ম্যানেজম্যান্ট। তবে প্রোটিয়াদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকায় ভালো করতে সফর বাড়ানোর ওপর তাগিদ দিয়েছেন। ২০০৮ সালের পর এই প্রথম জাতীয় দল গেছে দক্ষিণ আফ্রিকা সফরে। ফলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না বাংলাদেশ।

ম্যাকেঞ্জি বলছেন, ‘দক্ষিণ আফ্রিকায় এসে খেলা কঠিন। উপমহাদেশের সব দল দক্ষিণ আফ্রিকায় এসে বাড়তি গতি আর বাউন্সের জন্য সংগ্রাম করে। আমার মনে হয়, কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে আর এখানে বারবার সফর করতে হবে। বেশি বেশি সফর হতে পারে এখানে মানিয়ে নেওয়ার আর ভবিষ্যতে এখানে ভালো খেলার সমাধান।’

কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহীম। যেটা দেখে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ। তিনি মনে করেন, লড়াই করতে হলে একটা দল হিসেবে নিজেদের মেলে ধরতে হবে। ম্যাকেঞ্জির ভাষায়,‘ যখন আপনি দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তখন একটা বা দুটি পারফরম্যান্স যথেষ্ট নয়। পুরো দলের এগিয়ে আসতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। বোলিং আর ব্যাটিং দুই ইউনিটকেই পারফর্ম করতে হবে।’

এর পর তিনি যোগ করেন,‘ এক জনের গড় ৫০, অন্য জনের ২০, এটা দক্ষিণ আফ্রিকায় কাজ করবে না। দুই-তিন জনের পঞ্চাশ গড় লাগবে, দুই-তিন জনের ত্রিশ গড় হতে হবে, তাহলে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!