• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে চীনের অধিকার নেই!


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১২, ২০১৬, ০৫:৪৮ পিএম
দক্ষিণ চীন সাগরে চীনের অধিকার নেই!

জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক সমুদ্রসীমা ট্রাইবুনাল মঙ্গলবার (১২ জুলাই) এক রায়ে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের ওপর চীনের কোনো ‘ঐতিহাসিক অধিকার’ নেই।

হেগ ট্রাইবুনালের রায়ে আরও বলা হয়, চীন স্কারবোরো খাড়িতে ফিলিপাইনের মাছ ধরার অধিকারে হস্তক্ষেপ করছে।

এই সাগর নিয়ে আশপাশের দেশগুলোর সঙ্গে চীনের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। চীন তার অধিকার ছাড় দিতে নারাজ। ফলে অনেক দিন ধরেই এ নিয়ে উত্তেজনা চলছে।

এদিকে এই রায়ের ফলে দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান মজবুত হলো। আর চীনের জন্য সমস্যার কারণ হতে পারে। তবে আঁচ করতে পেরে চীন আগেই জানিয়েছিল, তারা এই রায় মেনে নেবে না।

তবে এ ব্যাপারে বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!