• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘দলের কেউ নামের সদ্ব্যবহার করতে পারেননি’


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৬, ১০:৩৬ এএম
‘দলের কেউ নামের সদ্ব্যবহার করতে পারেননি’

আগের নয় ম্যাচে ছয় হার। দশম ম্যাচে গিয়েও ভাগ্য বদলায়নি বরিশাল বুলসের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুশফিকুর রহিমের দল। এই হারে প্লে অফের আশা অনেকটাই শেষ হয়ে গেছে বরিশালের। বাকি তিন ম্যাচে জিতলেও শেষ চারে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তাদের।

এখন পর্যন্ত ১০ ম্যাচের ৩টিতে জিতেছে বরিশাল বুলস। ম্যাচগুলো দাপটের সঙ্গেই জিতেছিল মুশফিকুর রহিমের দল। কিন্তু গতকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ হেরে যাওয়ার পর- ওই ‘তিন জয়কে’ অলৌকিক বলছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। মূলত নিজের দলের খেলোয়াড়দের উপর ক্ষুব্ধ হয়েছেন মুশফিক। বিরক্ত হওয়ারই কথা। প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়া বরিশাল এখন হারের বৃত্তেই আটকে আছে। দশ ম্যাচ পর তাদের পয়েন্ট এখন ৬।

মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে ৮ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘শুরুর দিকে নাফিস, মালান দুইজনই ভালো ব্যাটিং করেছিল। শেষ দিকে তারাও ব্যর্থ হয়েছে। আমাদের দলে এমন কোনও বিস্ফোরক ব্যাটসম্যান নেই, যে একাই ম্যাচ জিতিয়ে দেবে। এজন্য দলের ২-৩ জন খেলোয়াড়কে ভালো খেলতে হবে। কিন্তু আমাদের দলে সেটা করতে কেউই এগিয়ে আসছে না। প্রায় প্রতি ম্যাচেই একজন ভালো খেলছে। কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না।’

মুশফিক সবচেয়ে বেশি বিরক্ত দলের ফিল্ডিং নিয়ে। অন্যদলগুলো যেখানে ফিল্ডিং দিয়েই ম্যাচ বের করে নিচ্ছে। সেখানে বরিশাল প্রতি ম্যাচেই ১০-১৫ রান করে বেশি দিচ্ছে, ‘প্রত্যেকটা দলকেই দেখা যায় ফিল্ডিংয়ে ৫-১০ রান বাঁচিয়ে দিচ্ছে। সেখানে আমরাই সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে প্রত্যেক ম্যাচেই ১০-১৫ রান বেশি দেই; ক্যাচ মিস করি। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে এক রানের জন্য ম্যাচ হারতে হয়। সেখানে ১০-১৫ রান বেশি দিলে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। এই মুহূর্তে এসে আমার কাছে মনে হচ্ছে, যে তিনটি ম্যাচ আমরা জিতেছি। সেটা অলৌকিক ছিল।’

টানা হারের পর কি এমনটা মনে হচ্ছে কিনা জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘দল যে খারাপ সেটা আমি বলছি না। দলে যে নামগুলো আছে, সেই অনুযায়ী খেলোয়াড়রা পারফরম্যান্স করতে পারছে না।  আমি মনে করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না হলেও কমপক্ষে সেরা চারে যাওয়ার মতো দল।’
বড় স্কোর গড়ার ক্ষেত্রে মুশফিক ভালো একটি পয়েন্ট তুলে ধরেছেন। ম্যাচগুলোতে যারা রানে ছিল তারা বেশিরভাগ ক্ষেত্রে ভয়েই বড় স্কোর গড়তে পারছিলেন না। কেননা ব্যাক অব দ্য মাইন্ডে তাদের আউট হওয়ার ভীতি কাজ করতো।

এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘ব্যাক অব দ্য মাইন্ডে একটা বিষয় থাকে, কেউ যদি ঝুঁকি নেয়, তাহলে আউট হলে বড় স্কোর গড়ার চান্স থাকবে না। এজন্য রানে থাকলে কেউ ঝুঁকি নেওয়ার সাহস করত না। আমি আগে বলেছি, একজনের পক্ষে ম্যাচ জেতানো কঠিন। কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!